যশোর অফিস : বাংলাদেশ থেকে এখনও দূর করা সম্ভব হয়নি যক্ষ্মা। ২০৩৫ সালের মধ্যে দেশ থেকে যক্ষা প্রতিকারের কাজ করছে স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন এনজিও। এছাড়া ২০৪০সালের মধ্যে বাংলাদেশ থেকে যক্ষা রোগ নির্মূলের লক্ষে কাজ করা হচ্ছে। যশোরেও এনিয়ে সরকারি ও বেসরকারি উদ্যোগে সচেতনতা-সতর্কতা অব্যাহত রয়েছে। সংক্রমণ ঘটিত এই রোগ নিয়ে সচেতনতা গড়ে তুলতেই সুধীজনদের নিয়ে অ্যাডভোকেসিং সভা করা হয়। সোমবার বেলা ১১টার দিকে জেলা যশোর পার্ক ভিউ কমিউনিটি সেন্টারে সুধীজনদের নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি সার্জন ডাক্তার বিপ্লব কান্তি বিশ্বাস এ কথা বলেন।
নাটাবের সভাপতি অ্যাডভোকেট জাফর সাদিকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন। এ সময় আরও বক্তব্য রাখেন বক্ষব্যাধি ক্লিনিকের যক্ষা রোগ বিশেষজ্ঞ ডাক্তার পলাশ কুমার দাস। সাভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নাটাবের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, এনজিও এবং সাংবাদিকসহ সুধীজনরা উপস্থিত ছিলেন। শুরুতে কোরআন তেলাওয়াত পাঠ করেন হাফেজ মশিউর রহমান।