যশোর অফিস : যশোরে পূর্ব শত্রুতার কারণে অটো রিকশা চালক টগর (২২) কে গভীর রাতে গতিরোধ করে ছুরিকাহত ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। শনিবার বিকেলে মামলাটি করেন, আহত টগরের পিতা যশোর শহরের পশ্চিম বারান্দীপাড়া কদমতলা বর্তমানে সদর উপজেলার রুপদিয়া সাহাপাড়া,সরকারী আবাসন এলাকার বাসিন্দা মৃত খন্দকার গোলাম রব্বানীর ছেলে খন্দকার আবু তাহের ওরফে মনি। মামলায় আসামি করেন শহরের বারান্দীপাড়া (মেঠোপুকুর পাড়া) এলাকার আবুল কালামের ছেলে আয়ান,পূর্ব বারান্দীপাড়া (মোল্যাপাড়া টাওয়ার মোড়ে জনৈক রঞ্জুর বাড়ির ভাড়াটিয়া আরিফ হোসেনের ছেলে শাহিন, বারান্দীপাড়া (মেঠোপুকুর পাড়া) এলাকার আবুল কালামের স্ত্রী ফাতেমাসহ অজ্ঞাতনামা ২-৩জন। পুলিশ মামলার এজাহার নামীয় আসামী ফাতেমাকে গ্রেফতার করে বিকেলে আদালতে সোপর্দ করেছে।