যশোর অফিস
যশোরে অস্ত্র মামলায় চিহ্নিত দুই চাঁদাবাজের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। অভিযুক্তরা হলেন, স্টেডিয়ামপাড়া জজ কোর্ট মসজিদ এলাকার বাসিন্দা খন্দকার মাহবুবুল হক সজল। তিনি নড়াইল জেলার নড়াগাতী উপজেলার খাশিয়াল গ্রামের মৃত খন্দকার মুজিবুর রহমানের ছেলে। অপরজন নতুন উপশহর এলাকার আব্দুল হকের ছেলে মনিরুজ্জামান বাবু ওরফে ভ্যাড়া বাবু। মামলার তদন্ত শেষে কোতোয়ালী থানার এসআই আনছারুল হক আদালতে এ চার্জশিট জমাদেন।
মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের ৩ মার্চ দুপুর ১ টা ৪৫ মিনিটে ওই দুই আসামি সহ আরো অজ্ঞাত ১০/১২ জন শেখহাটি এলাকায় জৈনিক আলমগীর হোসেনের গতি রোধ করে ভয়ভীতি দেখিয়ে দুই লাখ টাকা চাঁদাদাবি করে। পরে আলমগীর দৌড় দিলে বাবু তাকে অস্ত্র নিয়ে ধাওয়া করে। পরে স্থানীয়রা ছুটে আসলে আসামিরা পালিয়ে যায়। এঘটনায় আলমগীর হোসেন বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করেন। ওই মামলার তদন্ত কর্মকর্তা উপশহর ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল মালেক গোপনে অভিযান চালায়। পরে বিকেল ৫টা ৫০ মিনিটে জজকোর্টমোড়ের হোটেল পার্কভিউ এর সীমানার মধ্য আছে এমন সংবাদে পুলিশ অভিযান চালায়। সন্ধা ৬টায় পুলিশের অভিযানে মাহবুবুল হক সজলকে আটক করে। এসময় মনিরুজ্জামান বাবু পালিয়ে যায়। এসময় সজল অস্ত্রের বিষয় স্বীকার করে। এসময় তার কাছথেক একটি বিদেশী শর্টগান ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করে। একই সাথে ব্যবহিত প্রাইভেটকারটি জব্দ করে আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে। মামলাটি তদন্ত করে আদালতে ওই দুইজনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেয় পুলিশ।