যশোর অফিস : নড়াইল জেলার সদর উপজেলার ভওয়াখালী এলাকা থেকে অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৬, যশোর। র্যাব যশোর ক্যাম্পের অভিযানে বুধবার ভোরে ভওয়াখালী গ্রামের আকরাম বিশ্বাসের বাড়ির ভাড়াটিয়া নূর নবী শেখ ওরফে নুরমিয়া ওরফে নুরু (৩৮) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামির স্বীকারোক্তি ও দেখানো মতে, তার হেফাজত হতে একটি ওয়ানশুটারগান উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নুরমিয়া অত্র এলাকায় অস্ত্র দ্বারা ভয়ভীতি প্রদর্শন করে চাঁদাবাজি, দস্যুতাসহ বিভিন্ন ধরনের অপকর্ম করে থাকে।
নুরমিয়ার বিরুদ্ধে নড়াইল জেলার সদর থানায় ১টি চাঁদাবাজি ও হত্যা চেষ্টা মামলা ও ১টি দস্যুতা মামলা বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামতকে নড়াইল জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।