যশোর অফিস : ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-আইডিবির ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপিত হয়েছে। ‘উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি’ প্রণয়ন ও বাস্তবায়নের আহ্বানে আইডিবির যশোর শাখার উদ্যোগে বুধবার সকাল ৯ টায় বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। র্যালিতে আইডিবির সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র হায়দার গনি খান পলাশ ও সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন আইডিইবির জেলা সভাপতি ইঞ্জিনিয়ার আবুল হোসেন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, হারুন অর রশিদ প্রমুখ।
যশোরে আইডিবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত

Leave a comment