যশোর অফিস : যশোর শহরের ঢাকা রোডস্থ রোজা ফার্ণিচার শো’রুমের সামনে থেকে ইয়াবাসহ ইমরান হোসেন সজল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে শহরের বারান্দীপাড়ার আদম আলীর ছেলে। এ সময় তার কাছ থেকে ৫১পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ১৫ হাজার ২শ’ ১০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতয়ালি থানায় শনিবার দিবাগত গভীর রাতে মাদক আইনে মামলা হয়েছে।
গতকাল রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়।