যশোর অফিস : যশোর শহরের গাড়িখানা রোডের ওয়ালটন গাড়ীখানা প্লাজা ভবনের ২য় তলায় অগ্রণী ব্যাংকের পূর্ব পাশের ওয়ালটন প্লাজার গোডাউনে চুরি হয়েছে। চোরেরা গোডাউনের দরজার তালা ও হ্যাজবোল্ড ভেঙ্গে ভিতরে ঢুকে ৮ কয়েল ক্যাবল তার চুরি করে। এ ঘটনায় রোববার ১৯ নভেম্বর সকালে কোতয়ালি থানায় মামলা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা চুরির ঘটনায় চারজনকে গ্রেফতার করে। এরা হচ্ছে, যশোর শহরতলী নীলগঞ্জ সাহাপাড়া (টিপু ও দিপুর বাড়ির ভাড়াটিয়া রবিউল ইসলাম লিটনের ছেলে মাহামুদ রায়হান ওরফে লিখন ওরফে রনজু,নীলগঞ্জ তাঁতীপাড়ার আজগার আলীর ছেলে আসাদুজ্জামান ওরফে আসাদ,শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডের গোলাম মোস্তফার ছেলে শাহারিয়ার মোস্তফা ওরফে ছাহিল ও সদর উপজেলার কচুয়া ঘাটকান্দা গ্রামের মৃত ওমর আলীর ছেলে বিল্লাল হোসেন। মাহামুদ রায়হান ওরফে লিখন ওরফে রনজুকে রোববার নীলগঞ্জ ও আসাদুজ্জামান আসাদ, শাহারিয়ার মোস্তফা ওরফে ছাহিল ও বিল্লাল হোসেনকে লাল দিঘীর পাড় থেকে গ্রেফতার করা হয়। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।