যশোর অফিস : যশোর শহরের মোল্লাপাড়া বাঁশতলা মসজিদ এর কাছে অবস্থান নিয়ে গাঁজা বেচাকেনার সময় পুলিশ আরজু নামে এক গাঁজা বিক্রেতাকে গাঁজাসহ গ্রেফতার করে। সে শহরের মোল্লাপাড়া আমতলা মোড় এলাকার রেজাউল ইসলাম বাবুর ছেলে। এ ঘটনায় গত শুক্রবার রাতে কোতয়ালি থানায় মাদক আইনে মামলা হয়েছে।সদর পুলিশ, ফাঁড়ি গোপন সূত্রে খবর পান শুক্রবার সন্ধ্যায় উল্লেখিত স্থানে এক গাঁজা বিক্রেতা অবস্থান নিয়ে গাঁজা বেচাকেনা করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজা বিক্রেতা আরজু পালানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে তার দখলে থাকা ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। শনিবার ১০ ফেব্রুয়ারী তাকে আদালতে সোপর্দ করা হয়।