যশোর প্রতিনিধি : যশোর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম রাজিবের কাছে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে তার রামনগরের বাড়িতে বোমা হামলার অভিযোগে সোমবার আদালতে মামলা হয়েছে। রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হোসেন লাইফসহ ১০ জনকে আসামি করে মামলাটি করেছেন ওই যুবদল নেতা। মামলার অপর আসামিরা হলেন, রামনগর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে নাসির উদ্দিন ও পারভেজ, জিল্লু ড্রাইভারের ছেলে মুসা ও জনি, মৃত আকবরের ছেলে জাহাঙ্গীর, রাজ্জাক ড্রাইভারের ছেলে শুভ, মৃত নুর মোহাম্মদের ছেলে শাহিন, লাক্কুর ছেলে লেলিন ও ইব্রাহিম হোসেনের ছেলে সাগর।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম কিবরিয়া অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য কোতোয়ালি থানা পুলিশের ওসিকে আদেশ দিয়েছেন।
মাজহারুল ইসলাম রাজিব মামলায় উল্লেখ করেছেন, আসামিদের মধ্যে মাহমুদ হাসান লাইফ, নাসির উদ্দিন, মুসা, জাহাঙ্গীর, শুভ ও শাহিন তার ভাই রাসেল হত্যা মামলার আসামি। তারা দীর্ঘদিন ধরে তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদার টাকা না দেওয়ায় ২০১৬ সালের ৮ এপ্রিল রাত ১০টার দিকে উল্লিখিত ১০ আসামি তার বাড়িতে হামলা চালান। এ সময় তারা বাড়ি ভাঙচুর করেন। মাজহারুল ইসলাম রাজিব তাদেরকে ভাঙচুরে বাধা দিলে তারা তাকে মারধর করেন। এছাড়া তারা তার বাড়িতে বোমার বিস্ফোরণ ঘটান। বোমার স্পিøন্টারের আঘাতে মাজহারুল ইসলাম রাজিবের মা রোকেয়া বেগম জখম হন। পরে আহত মা রোকেয়া বেগমকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।