
যশোর অফিস : যশোর শহরের সিটি কলেজ এলাকার মেইন গেটের সামনে থেকে চাকুসহ তিন যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত নয়টার পর। আটককৃতরা হলেন, বারান্দিপাড়া মোল্লাপাড়ার ফিরোজ মাহমুদ জুয়েলের ছেলে সিয়াম মাহমুদ নিলয়, একই এলাকার খাইরুল পারভেজ বিপ্লবের ছেলে ইয়ামিন পারভেজ ও আমতলার আব্দুল আজিজের ছেলে রাব্বি হোসেন। এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই তুহিন বাওয়ালী বাদী হয়ে মামলা করেছেন।
মামলায় তিনি উল্লেখ করেন, রাত সাড়ে আটটার পর তিনি মনিহার এলাকায় ডিউটি করছিলেন। এমন সময় খবর আসে সিটি কলেজের সামনে একদল উঠতি বয়সী সন্ত্রাসী সেখানে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছেন। এতে করে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তাৎক্ষনিক তিনি সেখানে অভিযান চালিয়ে ওই তিনযুবককে আটক করেন। এসময় সিয়ামের কাছথেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। মামলার পর তাদেরকে বুধবার আদালতে সোপর্দ করলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।