যশোর অফিস : যশোরে চাকুসহ এক যুবককে আটক করেছে চাঁচড়া পুলিশ ফাঁড়ি সদস্যরা। আটক আলিমুল সরদার রেলগেট পশ্চিমপাড়ার বিল্লাল হোসেন সরদারের ছেলে। এ ঘটনায় দ্রুত বিচার আইনে কোতোয়ালি থানায় মামলা করেছেন এসআই সাইদুর রহমান।
সাইদুর রহমান জানান, গত বৃহস্পতিবার রাত নয়টার পর জানতে পারেন মুজিব সড়কের পঙ্গু হাসপাতালের সামনে একদল যুবক দেশীয় অস্ত্র নিয়ে নিজেদের অবস্থান করছে। তারা এলাকায় ক্ষমতার দাপট দেখাতে সাধারণ মানুষের মাঝে আতঙ্গ সৃষ্টি করছে। তাৎক্ষনিক তার নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান চালায়। এসময় অন্যরা পালিয়ে গেলেও আটক করা হয় আলিমুলকে। এসময় তারকাছথেকে একটি স্টিলের চাকু উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় আলিমুলসহ অজ্ঞাত আরও তিনচারজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।