যশোর অফিস : যশোরে চাকুসহ ইয়াসিন আরাফাত নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আরাফাত বারান্দী মোল্লাপাড়ার বাসিন্দা। কোতয়ালি থানার এসআই শেখ আকতারুল ইসলাম জানিয়েছেন, গত শনিবার দুপুরে বারান্দীপাড়া মোল্লাপাড়ার জাকির ইঞ্জিনিয়ারিংয়ের সামনে কতিপয় যুবক দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করছেন বলে খবর পান। পরে তার নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে আরাফাতকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে একটি চাকু উদ্ধার করা হয়। এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।