যশোর অফিস : যশোরে অজ্ঞাত দুষ্কৃতিকারীর ছুরিকাঘাতে আব্দুল জলিল(৪৫) নামে এক ব্যক্তি ছুরিকাঘাতে জখম হয়েছে। বুধবার ২২ জানুয়ারি সকাল সাড়ে ৭টার দিকে শহরের শংকরপুর চাতালের মোড়ে এ ঘটনা ঘটে।
আহত আব্দুল জলিল শহরের পূর্ব বারান্দি পাড়া এলাকার মৃত কুতুব উদ্দিনের ছেলে।
আহত আব্দুল জলিল জানিয়েছেন,জীবিকার জন্য বুধবার সকালে বাড়ি থেকে শংকরপুর বাস টার্মিনালে যাচ্ছিলেন। পথিমধ্যে শহরের নাজির শংকরপুর চাতালের মোড়ে পৌঁছালে অজ্ঞাতনামা ২/৩জন দুষ্কৃতিকারী গতিরোধ করে। এ সময় তারা কাছে থাকা টাকা এবং মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় বাধা দিলে তারা চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার জসিম উদ্দিন জানিয়েছেন, আহতের শরীরের কয়েকটি ছুরিকাঘাতের চিহৃ রয়েছে। প্রাথমিক চিকিৎসা প্রদান করে পুরুষ সার্জারি বিভাগে ভর্তি করেন।