যশোর অফিস : যশোর শহরের আশ্রম রোডস্থ আধুনিক মৎস্য হ্যাচারীর শয়ন কক্ষে ঢুকটে না দেওয়ার কারণে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ইসমাইল হোসেন(৫০) নামে এক নৈশ প্রহরী জখম হয়েছেন। শনিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আাহত ইসমাইল হোসেন সাতক্ষীরা কলারোয়ার কেরালগাতী গ্রামের মৃত ইবাদ আলী সরদারের ছেলে। জীবিকার তাগিদে তিনি পরিবার নিয়ে বর্তমান আশ্রম রোডস্থ আধুনিক মৎস্য হ্যাচারীতে থাকে এবং হ্যাচারীতেই চাকুরী করে।
হাসপাতালে আহত ইসমাইল হোসেন জানান, শনিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে আশ্রম রোড এলাকার ইব্রাহিমের ছেলে দ্বীপ হ্যাচারীর মধ্যে তার শয়ন কক্ষে ঢোকার চেষ্টা করছিলো। এসময় বাধা দেওয়াই দ্বিপ তার পেটে ধারালো চাকু দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে হ্যাচারীর লোকজন টের পেয়ে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে শারীরিক আশঙ্কা জনক দেখে পুরুষ সার্জারি ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদ হোসেন তাকে খুলনায় রেফার্ড করেন।
যশোর জেনারেল হাসপাতালে সার্জারি ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদ হোসেন জানান, ইসমাইল হোসেনের পেটের নাড়ি কেটে যওয়ার কারনে তাকে খুলনায় রেফার করা হয়।