যশোর অফিস : বন্ধকের টাকা পরিশোধ না করে জমির দখল নেয়ার অভিযোগে একই পরিবারের তিনজনের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় একটি অভিযোগে দেয়া হয়েছে। যশোর সদরের হালসা গ্রামের ডাক্তার ইবাদত আলী বাদী হয়ে এ অভিযোগে দিয়েছেন। বিবাদী করা হয়েছে মাজেদা খাতুন ও তার স্বামী আব্দুর রাজ্জাক এবং ছেলে তৌকির আহম্মেদকে।
অভিযোগে বলা হয়েছে, ডাক্তার ইবাদত আলীর আপন বোন বিবাদী মাদেজা খাতুন। পৈত্রিক সূত্রে মোট জামির আপোষ বন্টন করে মাজেদ খাতুন মোট ১ একর ২৬ শতক জমি পান। ২০১৯ সালের ৮ ডিসেম্বর মাজেদার কাছ থেকে তার প্রাপ্ত জমি ৩ বছরের জন্য বন্ধক নেয়া হয়। এ বিষয়ে একটি চুক্তি নামাও করা হয়। চুক্তির মেয়াদ শেষ হলে আসামিদের দেয়া আড়াই লাখ টাকা ফেরত দিলে তিনি তাদের জমির দখল ছেড়ে দিবেন। এমধ্যে আসামিরা বন্ধকের চুক্তির শর্ত ভঙ্গ করে গোপনে জমি বিক্রি করে দেন। জমির ক্রেতার জমির দখল নিতে তার সাতে খারাপ ব্যবহার করছে। বিষয়টি আসামিদের জানালে তারাও তার সাথে খারাপ ব্যবহার করেন। গত ১০ ডিসেম্বর আসামিরা বন্ধক নেয়া জমিসহ তার ক্রয়কৃত কিছু জমিতে জোর করে চাষাবাদ শুরু করে। বন্ধকের টাকা পরিশোধ না করে জমির দখল নেয়ার অভিযোগে তিনি থানায় এ অভিযোগে দিয়েছেন।