যশোর অফিস : যশোরে জামায়াতের উদ্যোগের এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) সকালে জেলা শহর বারান্দীপাড়া ও বিকালে রাজারহাট এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। রাজারহটের সম্প্রীতি সমাবেশে অধ্যাপক মোস্তক আলির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতের যশোর জেলা সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলার সহকারি সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস,আধ্যাপক শামসুজ্জামান ,যশোর সদর দক্ষিন থানা সেক্রেটারি মাওলানা জহিরউদ্দিন ,জামায়াতের রামনগর ইউনিয়নের সেক্রেটারি নাজমুল ইসলাম ,আব্দুল জলিল ,সাইফুল ইসলামনুরুজ্জামান প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ,ঐক্যবদ্ধভাবে গত ৫ আগস্ট ছাত্র জনতার যে বিজয়ের মাধ্যমে স্বৈরাচারী শাসকের পতন হয়েছে ।স্বৈরাচার সরকার দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে বলে ভিবিন্ন ষড়যন্ত্রে মেতে উঠেছে । তাই দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। জামায়াতে ইসলামীকে হিন্দুবিদ্বেষী দল হিসেবে অপপ্রচার চালানো হয়, অথচ দেশে হিন্দুসহ ভিন্ন ধর্মাবলম্বীদের সুরক্ষার জন্য জামায়াত প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে হিন্দুদের ব্যাপারেও দেশে একটি ধারণা প্রচলিত আছে—সেটি হলো, হিন্দু মানেই মনে করা হয় আওয়ামী লীগ। জামায়াতকে যেমন হিন্দুবিরোধী অপপ্রচার দেওয়া হয়েছে, তেমনি হিন্দুদেরও আওয়ামী লীগের একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে। এজন্য হিন্দুদেরও যেমন জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে কাজ করতে হবে, তেমনি জামায়াতকেও হিন্দু মানেই আওয়ামী লীগ এই তকমা দূরীকরণে কাজ করতে হবে।
নেতৃবৃন্দ আরো বলেন, রাজপথে সকলের ঐক্যবদ্ধ মজবুত অবস্থানের মাধ্যমে সকল ধর্মের মানুষের মাঝে সম্প্রীতি প্রতিষ্ঠান করতে হবে। রাজপথে আগামী দিনে কেন্দ্রীয় সকল কর্মসূচি সুশৃঙ্খলভাবে পালনের মাধ্যমে জুলুমবাজ সকল শক্তিকে প্রতিহত করে তাদের সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবা দেয়া হবে। গত ১৬ বছরের সকল খুন, গুম, হত্যা, নির্যাতনের সাথে জড়িত স্বৈরাচারী শেখ হাসিনাসহ সকল অপরাধীকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এজন্য নেতা কর্মীদেরকে পাড়া মহল্লায় দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।