যশোর প্রতিনিধি : যশোর অফিস জাতীয় গণতান্ত্রিক পার্টি ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল প্রেসক্লাব যশোরে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। যশোর জেলা জাগপা শাখার পক্ষ থেকে যশোরে ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা ও ইফতার মাহফিলে জাগপা’র প্রেসিডিয়াম সদস্য নিজামদ্দিন অমিত উপস্থিত থেকে নেতাকর্মীদের মাঝে শুভেচ্ছা বক্তব্য দেন।
সভায় জাগপা’র সাবেক সভাপতি মরহুম রেহেনা প্রধান, যশোর জেলা শাখার সাবেক আহবায়ক জহিরউদ্দিন আকবর মানিক,সাবেক সহ সভাপতি কার্তিক চন্দ্র পাল, মিল্টন গাজীর বিদায়ী আত্মার শান্তি কামনা করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্ত রাখেন, জাতীয় পার্টি’র সাবেক কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এ্যাডঃ মাহবুব আলম বাচ্চু, বিশিষ্ট গবেষক, লেখক,প্রাচ্য সংঘ যশোরের প্রতিষ্ঠাতা বেনজিন খান,অতিরিক্ত পিপি এ্যাডঃ বিমল কুমার রায় , এ্যাডঃ লতিফ মোরড়, জাগপা যশোরের সহ-সভাপতি বজলু হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মধু, ডাক্তার এম এ সামাদ, রেজওয়ান বাবু, শোহানুর রহমান সোহেল, সুরুজ খান, রাজু মোল্লা, রিয়াজ হোসেন, তবিবুর রহমান পৃথিবী, শেখ সিফাত হোসেন, শেখ রিফাত হোসেন প্রমূখ।