যশোর অফিস : যশোর ডিবির অভিযানে জ্বীনের বাদশা পরিচয়ে প্রতারণাপূর্বক টাকা আত্মসাৎ চক্রের সদস্য মিরাজ (২৪) নামে এক যুবককে আটক করেছে। যশোর ডিবি পুলিশের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে জানানো হয় গত রোববার দুপুরে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হচ্ছে ভোলা জেলার বোরহানউদ্দিন থানার ইয়াছিন মোল্লার ছেলে।
তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত আসামীর নাম ঠিকানা সংগ্রহ ও অবস্থান সনাক্ত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শেখ আবু হাসান ও এসআই নূর ইসলাম। তাদের নেতৃত্বে একদল ফোর্স অভিযান চালিয়ে তাকে আটক করেন। এসময় তার কাছ থেকে বিকাশের মাধ্যমে প্রতারণাপূর্বক নগদ একলাখ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
রেস বিজ্ঞপ্তি মাধ্যমে জানানো হয় যশোর এর ঝিকরগাছার বাসিন্দা কল্পনা আক্তার এর স্বামী মালোয়েশিয়া প্রবাসী। তার স্বামীকে মালয়েশিয়ায় লটারি পাওয়ার কথা বলে মোবাইলে যোগাযোগ করে জ্বীনের বাদশা পরিচয়ে অজ্ঞাতনামা এক লোক। বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে বিভিন্ন গত ১৫ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর বিভিন্ন সময়ের মধ্যে বিকাশের মাধ্যমে ৭ লাখ ৪৪ হাজার ৬০০ টাকা হাতিয়ে নেয়। এ ব্যাপারে যশোরের ঝিকরগাছা থানার মামলা করা হয়।
যশোরে জ্বীনের বাদশা প্রতারণা চক্রের সদস্য আটক
Leave a comment