যশোর অফিস : নেদারল্যান্ডস দূতাবাস এর সহায়তায় সুইসকন্ট্যাক্ট পরিচালিত বিল্ডিং ইয়ুথ এমপ্লয়াবিলিটি থ্রু স্কিলস (বাইটস) প্রজেক্ট এর আওতায় গতকাল রোববার সকালে যশোর মুসলিম এইড পলিটেকনিক ইন্সটিটিউটে ডিজিটাল মার্কেটিং এন্ড ফ্রি ল্যান্সিং বিষয়ক দিনব্যাপী এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। এমএআইটি যশোরের অধ্যক্ষ প্রকৌশলী মোমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম এইড এর আইএসডিবি সাপোর্টেড টিভেট প্রজেক্টের এ্যাসিসট্যান্ট কো- অর্ডিনেটর আহমেদ আক্তার । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএআইটি যশোরের এ্যাডমিন অফিসার এয়াহিয়া মোহাম্মদ খালিদ,জব প্লেসমেন্ট অফিসার নূর ইসলাম, একাউন্টস অফিসার নাজমুল হোসেন, কম্পিউটার ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান প্রকৌশলী আরিফুজ্জামান, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান প্রকৌশলী আসাদুজ্জামান আসাদ প্রমুখ। অনুষ্ঠানে ৩ মাস মেয়াদী ডিজিটাল মার্কেটিং এন্ড ফ্রি ল্যান্সিং প্রোগ্রামে অংশগ্রহণকারী ৫০ জন প্রশিক্ষানার্থী অংশ গ্রহণ করেন। আগামী ১৭ই জানুয়ারি থেকে এই প্রোগ্রামের ক্লাস শুরু হবে।