যশোর অফিস
দিন দুপুরে সংঘবদ্ধ চোরেরা শহরের রেল বাজারস্থ এলাকা থেকে একটি সবজি বহনের কাজে ব্যবহৃত ৬০ হাজার টাকা মূল্যের টলি গাড়ি চুরি নিয়ে যাওয়ার সময় জনগণের সহায়তায় চোর চক্রের চার সদস্য ধৃত। এ সময় জনগণের সাথে ধস্তাধস্তির এক পর্যায় দুই চোর জখম হয়েছে। ধৃত চোরেরা হচ্ছে, বেনাপোল পোর্ট থানার বৃত্তিআঁচড়া গ্রামের আইজুদ্দিনের ছেলে মাসুদ রানা, বৃত্তিআঁচড়া স্কুলের দক্ষিণ পাশের্^ মৃত লুৎফর রহমানের ছেলে আব্দুল্লাহ, একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে মমিনুর রহমান ও যশোর শহরের বেজপাড়া টিবি ক্লিনিক মোড় এলাকার আলমগীরের ছেলে হিরা। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
যশোরে শার্শা উপজেলার মহিষাকুড়া মৃত কুরবান আলীর ছেলে আলী হোসেন জানান, সে একজন টলি গাড়ি চালক। তার পুরাতন ৬০ হাজার টাকা মূল্যের একটি টলি গাড়ি আছে। যাতে তিনি সবজি বহনকাজে ব্যবহার করে। যশোরে শার্শা হতে টলি গাড়িতে সবজি বহন করে কোতয়ালী মডেল থানার রেলষ্টেশন বাজারে এনে জীবিকা নির্বাহ করেন। সোমবার ১ মার্চ শার্শা থেকে সবজি নিয়ে যশোর রেলষ্টেশন বাজারে বেলা সাড়ে ১১ টায় রওয়ানা করে। পরে বিকেল সোয়া ৫ টার পর সবজি আনলোড করে টলি গাড়ি কাঁচা বাজারের পাশে রাস্তার উপর রেখে পাশের হোটেলে নাস্তা করতে যায়। ৩০ মিনিট পর নাস্তা শেষে দেখেন উক্ত স্থানে রাখা টলি নেই। থানায় সংবাদ দিয়ে পুলিশ তৎক্ষনিক ঘটনাস্থলে এসে আলী হোসেনকে নিয়ে খোঁজাখুজি শুরু করে। এক পর্যায় উল্লেখিত আসামীদের বেজপাড়া টিবি ক্লিনিক মোড়স্থ এলাকায় টলি গাড়িসহ আসামিদেরকে পুলিশ জনগণের সহায়তায় আটক করে। মঙ্গলবার আসামীদের আদালতে সোপর্দ করা হয়।