যশোর অফিস
যশোরে ৮ম শ্রেণির ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত সাগর ও তার সহযোগী হাসানকে আটক করেছে পুলিশ। সাগর হোসেন যশোর সদর উপজেলার বেলেডাঙ্গা গ্রামের আব্দুর রহিমের ছেলে ও হাসান মোল্লা একই গ্রামের ওহিদুল ইসলামের ছেলে। এ ঘটনায় মঙ্গলবার আদালতে জবানবন্দি দিয়েছেন কিশোরী। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম তার জবানবন্দি গ্রহণ করেন একই সাথে দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এঘটনায় ভিকটিমের মা কোতোয়ালি থানায় করা মামলায় উল্লেখ করেন, আসামি সাগরের সাথে মোবাইল ফোনের মাধ্যমে তার মেয়ের পরিচয় হয়। এক পর্যায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ২১ আগস্ট বিকেল সাড়ে ৫টায় মেয়েকে সাগর সাতমাইল যেতে বলে। মেয়ে গেলে তাকে একটি কফি সপে নিয়ে যায়। এসময় সাগরের সাথে হাসান মোল্লাও ছিলো। মধ্য রাতে মোটরসাইকেলে তারা তিনজন দৌলতদিহি ব্রিজের উপর নিয়ে কিছু সময় তারা গল্প করে। রাত সাড়ে ১২টায় বেলেডাঙ্গার একটি ছিম ক্ষেতে নিয়ে সাগর মেয়েকে ধর্ষণ করে। পরে তার মেয়েকে নিয়ে সাতমাইল বাজারের নাইটগার্ডের কাছে রেখে আসামিরা সটকে পরে। পরে ভোরে বাড়িতে যেয়ে তার মেয়ে সব খুলে বলে। এরপর মেয়ে অসুস্থ্য হয়ে পড়লে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এক পর্যায় সোমবার রাতে বাদী কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আনছারুল হক রাতেই বাঘারপাড়ার দোহাখোলা গ্রাম থেকে সাগরকে ও সদরের হৈবতপুর বাজার থেকে হাসানকে আটক করে মঙ্গলবার আদালতে সোপর্দ করে। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
যশোরে ধর্ষণের অভিযোগে দুই যুবক আটক
Leave a comment