যশোর অফিস
নারী অভিবাসী শ্রমিকের নিরাপত্তা ও সুরক্ষার দাবিতে যশোরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশী অভিবাসী মহিলা শ্রমিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে বুধবার বেলা ১২ টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ রোমানার নেতৃত্বে অর্ধ শতাধিক নারী শ্রমিক ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন।
এ সময় নেতৃবৃন্দ বলেন, বিদেশে অভিবাসী শ্রমিকের বৈধ ও নিরাপত্তা অভিবাসন নিশ্চিত করতে হবে। এজন্য সরকারি অনুমোদন প্রাপ্ত রিক্রুটিং এজেন্সির মাধ্যমেই নারী শ্রমিক পাঠানোর বিষয়টি নিশ্চিত করার দাবি জানানো হয় মানববন্ধন থেকে। একইসাথে অতিরিক্ত ব্যয় রোধ ও কর্ম ঘন্টা অনুযায়ী ন্যায্য মজুরি পাওয়ার বিষয়টি সরকারকে নিশ্চিত করার দাবি জানান নেতৃবৃন্দ। এছাড়া বিদেশে চাকরিকালীন স্বাস্থ্য সুরক্ষা ও আইনি সহায়তা দেয়ার দাবিও জানানো হয় মানববন্ধন থেকে।
মানববন্ধনে সংগঠনের প্রধান সমন্বয়কারী সুলতানা পারভীন, জেলা সমন্বয়কারী মোসলেমা আক্তার, যশোর সদর উপজেলা নেত্রী হাসিনা বেগম উপস্থিত ছিলেন।