যশোর অফিস : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ধর্ষণে অভিযুক্ত ছাত্রলীগ নেতাকর্মীদের বিচারের দাবিতে যশোরে মহিলা দলের মানববন্ধন কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে যশোর আইনজীবী সমিতির সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও মহিলা দলের নেতবৃন্দ বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত ৩ ফেব্রুয়ারি ছাত্রলীগ নেতাকর্মী কর্তৃক একজন বহিরাগত গৃহবধূ ধর্ষণের ঘটনায় যশোরে মানববন্ধনের কর্মসূচির আয়োজন করে জেলা মহিলা দল। বেলা ১১টার দিকে শহরের মুজিব সড়কের আইনজীবী সমিতির সামনে জড়ো হতে শুরু করে। খবর পেয়ে পুলিশের সদস্যরাও সেখানে অবস্থান নেন। নেতা-কর্মীরা যখন মানববন্ধনের ব্যানার নিয়ে দাঁড়াতে শুরু করলে পুলিশ বিনা উস্কানিতে বিএনপি নেতা-কর্মীদের কাছে থাকা ব্যানার টানাহেঁচড়া করে ছিনিয়ে নেয়। এ ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে পুলিশ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সালকে লাঠিপেটা করে। পরে নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে আইনজীবী সমিতি মিলনায়তন ও প্রেসক্লাব এলাকা ত্যাগ করে।
এ বিষয়ে জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শামসুন নাহার পান্না বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক নারীর ধর্ষণের প্রতিবাদে আমরা মানববন্ধন করতে এসেছিলাম। পুলিশ মানববন্ধনের মতো শান্তিপূর্ণ কর্মসূচিও পালন করতে দিচ্ছে না।
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘মহিলা দলের অভিযোগ মিথ্যা। তারা কোনো অনুমতি না নিয়ে মানববন্ধনের আয়োজন করে সড়কে যানজটের সৃষ্টি করছিল। সে কারণে তাদের দ্রুত জায়গা ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়।