যশোর অফিস
যশোরে পূর্ব শত্রুতার জেরে যশোরে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষরা। আহত আবির হোসেন যশোর সদর উপজেলার মুড়লির ওসমান আলীর ছেলে। আবির দানবীর হাজী মুহাম্মদ মহসিন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেডুর ছাত্র ।
আহতের স্বজনেরা জানায়, আবির এবং তার দুই বন্ধু মেহেদী ও প্রান্ত এলাকার স্কুল মাঠে বসে ছিলো। বেলা দেড়টার সময় মুড়লির সুমনের ছেলে ইমন বকচরের সানাউল আবিরকে অতর্কিতভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার সাইফুল ইসলাম জানিয়েছে, আবিরের বাম পায়ের রানের উপরে জখম হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তবে সে আশঙ্কামুক্ত।