যশোর অফিস : যশোরে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশির হাতে ইসমাঈল(৩৫) ও ইসরাইল(৩০) নামে দু’সহদর জখম হয়েছে। তাদেরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে দায়িত্বরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে শহরের খোলাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ইসমাঈল(৩৫) ও ইসরাইল(৩০) শহরের খোলাডাঙ্গা এলাকার মতিউর রহমানের ছেলে।
হাসপাতালে আহতরা জানান, দীর্ঘদিন থেকে একই এলাকার প্রতিবেশি শাকিল, বিপ্লব এবং হারুনদের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার আহতদের সাথে শাকিল, বিপ্লব এবং হারুনদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাকিল, বিপ্লব এবং হারুন ধারালো দা দিয়ে আহত দু’সহদরকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
পুরুষ সার্জারি ওয়ার্ডে কতব্যরত ডাক্তার নাজমুল হাসান জানিয়েছেন, আহত দু’ভাইয়ের পেটে, মাজায়, মাথায়সহ শরীরের একাধিক স্থানে জখম করা হয়েছে। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।