যশোর অফিস : যশোর জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য এড. হাজী আনিছুর রহমান মুকুলের মা এবং অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক হাজী আকবর আলীর সহধর্মিণী হাজা আনোয়ারা বেগমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আছর পারিবারিক আয়োজনে শহরের চাঁচড়া ডাল মিল এলাকার নিজ বাস ভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, এড. সৈয়দ সাবেরুল হক সাবু, গোলাম রেজা দুলু, আব্দুস সালাম আজাদ, মিজানুর রহমান খান, মারুফুল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সাজ্জাদুর রহমান সুজা, শরিফুল ইসলাম সরু চৌধুরী, খায়রুল বাশার শাহীন, এম তমাল আহমেদ, আনসারুল হক রানা, আমিনুর রহমান, শেখ আতিকুর রহমান বাবু, ফিরোজ খান, পৌর কাউন্সিলর মোকসিমুল বারী অপু, ডা. আবুল কালাম আজাদ লিটু, বেনজিনন খান, সাকির আলী, আসাদুজ্জামান মিঠু প্রমুখ।