যশোর অফিস : ফেসবুকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্কের একপর্যায় দুই সন্ত্রানের জননী এক গৃহবধূ (২২) কে বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার ধর্ষণ করার অভিযোগে ইব্রাহিম (৩১) নামে এক লম্পটের বিরুদ্ধে বুধবার রাতে মামলা হয়েছে। মামলাটি করেছেন সদর উপজেলার ভায়না (দক্ষিণ পাড়া) গ্রামের এক প্রবাসীর স্ত্রী। মামলায় আসামি করেন সদর উপজেলার ভায়না (দক্ষিণ পাড়া, ১২ নং ফতেপুর ইউপি) মৃত আজিম মোল্যার ছেলেকে। পুলিশ লম্পট ইব্রাহিমকে আটক করেছে।
দুই সন্তানের জননী গৃহবধূ মামলায় উল্লেখ করেন, গত ২০১৯ সালে তার স্বামী জীবিকার তাগিদে বিদেশ (কাতার) চলে যায়। গৃহবধূর স্বামীর বিদেশ যাওয়ার পর সন্তানদের নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করে আসছিল। ইব্রাহিমের সাথে গৃহবধূর ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে ইব্রাহিম গৃহবধূর মোবাইল নম্বর নেয়। লম্পট ইব্রাহিমের সাথে গৃহবধূর মোবাইল ফোনে কথাবার্তার সুবাদে ইব্রাহিমের সাথে গৃহবধূর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। লম্পট যুবক বিভিন্ন সময় গৃহবধূকে বিয়ের কথা বলে ফুসলাতে থাকে এবং তাকে ইন্সুরেন্স কোম্পানীতে চাকরির কথা বলে বিভিন্ন সময় নগদ টাকা এবং স্বর্ণের গহনা নিয়েছে। বিভিন্ন জায়গায় ডেকে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করে। বিয়ের কথা বললে সে বিভিন্ন ধরনের তালবাহনা করতে থাকে। গত ১২ মে সন্ধ্যা সাড়ে ৭টায় দৈহিক সম্পর্ক স্থাপন করে। গৃহবধূর থানায় এসে মামলা করেন। এ ঘটনায় পুলিশ লম্পট ইব্রাহিমকে গ্রেফতার করে বুধবার আদালতে সোপর্দ করে।