যশোর অফিস : র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার করেছে। এ সময় মদ ও ফেনসিডিল নিজ হেফাজতের রাখার অভিযোগে ভারতীয় দু’জনসহ তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার সুলতানপুর (উত্তরপাড়া) গ্রামের শহিদুল ইসলামের ছেলে আব্দুর রশিদ, ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থানার বনগাঁ গ্রামের বিষ্ণু বসুর ছেলে অমিত বসু ও একই এলাকার দেবদাস বিশ^াসের ছেলে অমর বিশ^াস। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যশোর কোতয়ালি থানায় আলাদা মাদক আইনে দু’টি মামলা হয়েছে।
র্যাব-৬ যশোর ক্যাম্পের একটি টিম গত সোমবার ৮ মে বেলা ১১ টার পর সদর উপজেলার ১২ নং ফতেপুর ইউনিয়নের ৪নং ওযার্ডস্থ ঝুমঝুমপুর ময়লাখানা সুলতানা ফিলিং ষ্টেশনের সামনে অভিযান চালিয়ে আব্দুর রশিদ নামে এক যুবককে গ্রেফতার করে। এসময় তার দখল হতে ১৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে। অপরদিকে,র্যাব-৬ এর অপর একটি দল একই দিন দুপুরে নীলগঞ্জ তাঁতীপাড়া বাজারে জনৈক সজিত রায়ের সেলুনের সামনে থেকে ভারতীয় নাগরিক অমিত বসু ও অমর বিশ^াস নামে দু’জনকে গ্রেফতার করে। এ সময় তাদের দখলে থাকা ভারতীয় ৮ বোতল নেশা জাতীয় বিদেশী মদ উদ্ধার করে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে সোপর্দ করেছে।