যশোর অফিস : যশোর শহরের বকচর বিহারী কলোনী মাঠপাড়া এলাকার একটি ভেজাল (লুব্রিকেন্ট ওয়েল) মবিল কারখানায় হানা দিয়ে প্রায় ৬০ হাজার টাকা মূল্যের ভেজাল মবিল জব্দ করেছে কোতয়ালি থানা পুলিশ। তবে অভিযান সংবাদ দেপে ভেজাল মবিল কারবারি ইউনুস হোসেন (৩০) পালিয়ে যায়। তিনি ওই এলাকার মৃত খোকন হোসেনের ছেলে।
কোতয়ালি থানার এসআই তাপস কুমার জানিয়েছেন, গোপন সূত্রে সংবাদ পেয়ে গত শনিবার রাত ১০টার দিকে ইউনুস আলীর কারখানায় অভিযান চালানো হয়। তিনি বাড়ির মধ্যে গোপন কারখানা খুলে ভেজাল মবিল বোতলজাত ও স্টিকার লাগিয়ে আসল বলে বাজারজাত করে আসছিলেন। সেখান অভিযানের সংবাদ পেয়ে আগেই ইউনুস আলী পালিয়ে যান। কিন্তু তার কারখানা থেকে ১৯৯ টি লাল রং এর প্লাস্টিকের পট উদ্ধার করা হয়। এছাড়া ভেজাল মবিল তৈরীরর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। জব্দকৃত মবিলের মূল্য ৫৯ হাজার ৭শ টাকা। এই ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে।