অনলাইন ডেস্ক : যশোরের মনিরামপুর উপজেলার মুক্তারপুর মাঠ থেকে শতাধিক মৃত কবুতর উদ্ধার করা হয়েছে। কবুতর মালিকদের অভিযোগ জমিতে রাখা বিষ মেশানো মটরশুটি খেয়ে এসব কবুতর মারা গেছে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলার মুক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মুক্তারপুর গ্রামের বিল্লাল হোসেন জানান, তার ৩০টি কবুতর আছে। স্থানীয় তোরাফ আলী, আজিজুর রহমান, ফজলুর রহমান, মিজানুর রহমান, ইসহাক হোসেন, আব্দুস সাত্তার ও বাবলু হোসেনের ৩ শতাধিক কবুতর আছে। রোববার সকালে পাখিগুলো মাঠে খাবার খেতে বের হয়। প্রতিদিন দুপুরের পরপরই কবুতরগুলো বাড়িতে ফিরে আসে। তবে এদিন তবে বিকেল পার হয়ে গেলেও পাখিগুলো বাড়িতে না ফেরায় তারা মাঠে খোজখুজি শুরু করে। এক পর্যায়ে মুক্তারপুর তালসারি তেতুলতলা মাঠে গিয়ে মৃত অবস্থায় কবুতরগুলো পড়ে থাকতে দেখা যায়। এতে তাদের সন্দেহ হয়। পরে খোঁজ নিয়ে জানতে পারেন একই গ্রামের সাজ্জাত হোসেন ২-৩ দিন আগে দুই বিঘা জমিতে হওয়া মটর শুটিতে বিষ প্রয়োগ করে রেখেছেন। বিষ মেশানো মোটরশুটি খেয়ে তাদের পাখিগুলো মারা গেছে বলে কবুতর মালিকদের অভিযোগ।
এ ব্যাপারে জমির মালিক সাজ্জাত হোসেন বিষ প্রয়োগে কবুতর মারার ঘটনা অকপটে স্বীকার করে বলেন, ‘লাভের আশায় মটরশুটি লাগিয়েছি। কবুতর এভাবে খেয়ে ফেললে তিনি কী চুপচাপ বসে থাকবেন। তাই বিষ প্রয়োগ করেছি।’
উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।