যশোর অফিস : যশোরে ইয়াবা ও গাঁজাসহ চিহ্নিত মাদক বিক্রেতা তৃষ্ণা আক্তার প্রিয়া ওরফে তৃষা এবং তার মা শাহানারা বেগম বৈরীকে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার গভীর রাতে শহরের মুজিব সড়কের পঙ্গু হাসপাতালের সামনে থেকে আটক করা হয়। এই ব্যাপারে তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দিয়ে রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। তারা বর্তমানে এমএম কলেজের দক্ষিণ গেটে কামরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া।
কোতোয়ালি থানার এসআই আব্দুর রাজ্জাক জানিয়েছেন, শনিবার রাতে যৌথ বাহিনীর অভিযানকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যশোর শহরের মুজিব সড়কের পঙ্গু হাসপাতালের সামনে কে বা কারা মাদক বিক্রি করছে। রাত সাড়ে ১২টার দিকে সেখানে গেলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখে দৌড়ে পালানোর সময় প্রিয়া ও তার মাকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭ পিস ইয়াবা, ৩৫ গ্রাম গাঁজা ও মাদক বিক্রিল সাড়ে ১২ হাপজার টাকা উদ্ধার করা হয়।