যশোর অফিস : যশোর শহরের পুরাতন কসবা সড়কের রেজাউল করিম (৪৪) নামে এক ব্যক্তিকে মারপিটের জখমের ঘটনায় তারই দুই ভাইসহ ৪জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। রেজাউলের আরেক ভাই শেখ নাছির উদ্দিন মামলাটি করেন। রেজাউল করিম ওই এলাকার মৃত আব্দুর রবের ছেলে।
আসামিরা হলো, রেজাউলের দুই ভাই সুকুর ওরফে আব্বাচ (৪৮) ও জসিম উদ্দিন (৫৫) এবং একই এলাকার কালার ছেলে জসিম (২৮) ও আরবপুর এলাকার সবুজ ওরফে কাউরা সবুজ (২৯)। এছাড়া আজ্ঞাত ৩/৪জনের কথা উল্লেখ করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়েছে, তার বড় দুই ভাইয়ের সাথে আরেক ভাই রেজাউলের জমি নিয়ে বিরোধ চলে আসছে। সে কারনে তাকে প্রায় সময় নানা ভাবে হুমকি দিয়ে আসছে। গত ১৯ নভেম্বর বেলা ১১টার দিকে ওই চারজনসহ অজ্ঞাত ৩/৪জন রেজাউলের বাড়িতে যায়। এবং বাড়ির সামনে পেয়ে রাম দা দিয়ে তার পায়ে কোপ মারে। পরে তাকে বেদম মারপিট করা হয়। এ সময় চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা চলে যায়। পরে তাকে উদ্ধার করে যশোর জেনরেল হাসপাতালে ভর্তি করা হয়।