
যশোর অফিস : যশোরে যৌতুক নিরোধ আইনে স্ত্রী-শ্যালক ও শাশুড়ির বিরুদ্ধে যশোর আদালতে একটি মামলা হয়েছে। বুধবার ঝিকরগাছার বর্ণি গ্রামের পঙ্কোজ কুমার সরকার বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বর্ণালী রাণী অভিযোগটি গ্রহণ করে আসামিদের প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী নব কুমার কুন্ডু। আসামিরা হলো, যশোর সদরের পোলতাডাঙ্গা গ্রামের বিশ্বনাথ বকসীর মেয়ে কাজল রাণী সরকার, ছেলে বিপ্লাব বকসী ও স্ত্রী অজান্তা রাণী বকসী।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৮ সালের ১৫ মার্চ পঙ্কোজ কুমার বিশ্বাস পরিবাকিভাবে কাজল রানী সরকারকে বিয়ে করেন। বিয়ের সময় কাজল রাণী সরকারে সোনার বালা, কানের দুল, গলার হারসহ প্রায় ৪ লাখ টাকার গহনা দেয়া হয়। সংসার করাকালে তাদের একটি কণ্য সন্তান হওয়ার পর নানা অজুহাতে কাজল রণী তার স্বামীর কাছে মোটা অংকের টাকা দাবি করতে থাকেন। একপর্যায়ে অপর আসামিদের প্ররোচনায় কাজল তার স্বামীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন। এ টাকা না দিলে সে তার সাথে সংসার করবেনা বলে হুমকি দিতে থাকেন। একপর্যায়ে কাজল নগদ টাকা বাদ দিয়ে তার নামে জমি কিনে দিতে চাপ দিতে থাকেন। যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় গত ২৫ জানুয়ারি কাজল সরকার তার পিতার বাড়ি চলে যান। যাাওয়ার সময় সোনার গহনাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে যান। কাজল রাণীকে বাড়িতে ফিরিয়ে আনার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় গত ২৫ আগস এক সালিসের আয়োজেন করা হয়। সালিসে আসামিরা দাবিকৃত যৌতুক না দিলে কাজল রাণী তার সংসার করবেনা বলে জানিয়ে দেন। বিষয়টি মিমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।