যশোর অফিস : মঙ্গলবার সকালে যশোর-খুলনা মহাসড়কে বসুন্দিয়া তেমাথা মোড়ে ট্রাকের ধাক্কায় দেব বিশ্বাস (৫০) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। নিহত দেব বিশ্বাস নড়াইল সদর উপজেলার চাচুড়িয়া গ্রামের মৃত নিশিকান্তর পুত্র।
প্রত্যক্ষদর্শীদের মধ্যে যশোর সদর উপজেলার বসুন্দিয়া গ্রামের আশিকুর রহমান জানিয়েছেন, সকাল ৮টার দিকে দেব বিশ্বাস তার নসিমন চালিয়ে নোয়াপাড়া অভিমুখে যাচ্ছিলেন। পথের মাঝে যশোর-খুলনা মহাসড়কের বসুন্দিয়া তেমাথা মোড়ে পৌঁছালে যশোর থেকে একটি ট্রাক বেপরোয়া গতিতে খুলনায় যাওয়ার পথে পিছন থেকে নসিমনটিকে ধাক্কা দেয়। ট্রাকেট ধাক্কায় নসিমন চালক দেব বিশ্বাস গুরুতর আহত হন। রাস্তায় আহত অবস্থায় পড়ে থাকতে দেখে প্রত্যক্ষদর্শী আশিকুর রহমান তাকে উদ্ধার করে পৌনে ১০টার দিকে যশোর ২৫০ শয্যাহাসপাতালে আনেন। এ সময় জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। কোতোয়ালি পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বসুন্দিয়াতে মাথার মোড়ে ট্রাকের ধাক্কায় নসিমন চালক দেব বিশ্বাস নিহত হয়েছেন।