যশোর অফিস : যশোর জেলার ৮টি সরকারি-বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে আদ্-দ্বীন চক্ষু হাসপাতালে ছানি অপারেশনের হার শতকরা ৫১ শতাংশ। যা জেলার সর্বোচ্চ সংখ্যা। এই পরিসংখ্যানে ১৫ শতাংশ হার নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে কপোতাক্ষ লায়ন্স চক্ষু ও ডায়াবেটিস হাসপাতাল।
যশোর সিভিল সার্জন অফিসে আয়োজিত জেলা এ্যাডভোকেসি সভায় এই তথ্য তুলে ধরেন আয়োজকরা।
২৮ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন অফিসের কনফারেন্স কক্ষে সভার আয়োজন করে আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার। সহযোগিতা করে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সাইটসেভার্স। এতে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খালেদা খাতুন রেখা।
তিনি জুলাই-আগস্ট বিপ্লবের ছাত্র-জনতার আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, ব্রাকেটের বাইরে গিয়ে আমাদের মানুষের জন্য চিন্তা করতে হবে। তাহলে দেশকে পাল্টানো সম্ভব।
সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান।
উপস্থিত ছিলেন যশোর আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোঃ গিয়াস উদ্দিন, ৫০০ শয্যা বিশিষ্ট আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোঃ ইমদাদুল হক, যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চক্ষু বিভাগের সিনিয়র কনসালটেন্স ডা. হিমাদ্রী শেখর, চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নাহিদ কামালসহ অন্যান্যরা।
চক্ষু সেবার ওপর বিস্তারিত প্রেজেন্টেশন করেন সাইটসেভার্স কর্মকর্তা মো: আল মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আদ্-দ্বীন চক্ষু প্রকল্পের সহকারী মহাব্যবস্থাপক মো: রবিউল হক।
অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তারা তাদের মতামত ব্যক্ত করেন।