যশোর প্রতিনিধি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি , স্বাধীনতার মহান স্হপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা গত রোববার বিকেলে যশোর জেলা পুলিশের আয়োজন অনুষ্ঠিত হয়।যশোর সুপার প্রলয় কুমার জোয়ারদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। যশোর পুলিশ লাইন্স অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক বিপিএম বার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার ,যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, যশোরের জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল। যশোর পৌর মেয় র বীর মুক্তিযোদ্ধা হায়দারগনি খান পলাশ ,যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, যশোর পুলিশ কমিউনিটির আহ্বায়ক মোঃ ইকবাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোজাহার হোসেন মন্টু, এম এম কলেজের অধ্যক্ষ মর্জিনা আক্তার প্রমুখ।