বেনাপোল প্রতিনিধি : যশোর-বেনাপোল মহাসড়কের পুলেরহাট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫২ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো যশোর সদর থানার নরেন্দ্রপুর গ্রামের দুর্গাপ্রসাদ চক্রবর্তীর ছেলে প্রবীর কুমার চক্রবর্তী ও একই থানাধীন মোঃ আব্দুস সাত্তারের ছেলে মোহাম্মদ মাহবুবুর রহমান।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ৬টা ৫০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে কোতয়ালী মডেল থানার ইন্সপেক্টর(অপারেশন্স) পলাশ বিশ্বাসের নেতৃত্বে এসআই(নিঃ)/ ইয়াসিফ আকবরসহ একটি চৌকস টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে যশোর-বেনাপোল মহাসড়কের পুলেরহাট এলাকা হতে ৫২ বোতল ফেনসিডিলসহ প্রবীর কুমার ও মাহবুবুর রহমান নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করে। আসামিদের বিরুদ্ধে উক্ত থানায় মামলা দায়ের করা হয়েছে।