॥ অভয়নগরে হত্যা মামলার আসামি রিমান্ডে ॥
যশোরে মাসুদ রানা হত্যার আসামি আলামিনকে জিজ্ঞাসাবাদ এর জন্য একদিনের পুলিশ রিমান্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ এই রিমান্ড মঞ্জুর করেন। আসামি আলামিন অভয়নগর উপজেলার বনগ্রাম কাটাখালের শওকত আলীর ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, যশোর সদরের বসুন্দিয়ার কেফায়েতনগর গ্রামের মাসুদ রানা কাঠের ব্যবসা করে জীবীকা নির্বাহ করেন। তার পিতার জন্মস্থান অভয়নগরের বনগ্রামে। কিন্তু মাসুদের পিতা সোহরাব হোসেন বিশ^াস কাঠের গুড়ির ব্যবসার সুবাদে বসুন্দিয়া মোড় কেফায়েতনগরে বসবাস করেন। আসামি আলামিন আদালতে আত্মসমর্পণ করেন। তদন্ত কর্মকর্তার ৫দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে সোমবার শুনানী শেষে তাকে একদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
॥ যশোর বিসিক কার্যালয়ে চুরির চেষ্টা, আটক ১ ॥
যশোরের ঝুমঝুমপুরের বিসিক কার্যালয়ে পানির মটর চুরির চেষ্টার সময় আসলাম নামে এক যুবককে হাতে-নাতে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে। আসলাম শহরের বারান্দীপাড়া এলাকার মিন্টুর ছেলে।
বিসিক কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আসলাম কার্যালয়ে ঢুকে পানির মটর চুরির চেষ্টা করছিল। সে সময় টের পেয়ে বিসিক কার্যালয়ের সদস্যরা তাকে হাতে-নাতে আটক করে। পরে চানপাড়া পুলিশ ক্যাম্পের সংবাদ দিলে এসআই আমিনুর রহমান সেখানে গিয়ে আসলামকে হেফাজতে নেন।
॥ যশোরে অবরোধকালে ৭ জন আটক ॥
যশোরে বিএনপির ডাকে দ্বিতীয় দফার অবরোধের দ্বিতীয় দিন সকাল থেকে স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। আবার অবরোধের সমর্থনে শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রদল। শহর থেকে শুরু করে জেলার সকল সড়ক-মহাসড়কে অবস্থান নিয়ে তারা অবরোধের সমর্থনে মিছিল করেন। দেশ রক্ষার এই কর্মসূচির দ্বিতীয় দিনে যশোরে যাত্রী ও পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে।
সোমবার ভোর থেকে শহরের আর এন রোড, মনিহার স্ট্যান্ড, নীলগঞ্জ, ঢাকা রোডসহ বিভিন্ন সড়কে যুবদল ও ছাত্রদল অবস্থান নিয়ে মিছিল করে। সরকারি সিটি কলেজ ছাত্রদল কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। পাশাপাশি “দেশ বাঁচানো অবরোধ সফল হোক” এমন লেখা সম্বলিত ব্যানার লাগিয়ে দিয়েছে। এমন লেখা সম্বলিত ব্যানার ও তালা কলেজের প্রতিটি বিভাগের গেটে ঝুলিয়ে দিয়েছে। এরপর ছাত্রদল নেতারা কলেজ ক্যাম্পাসে অবরোধের সমর্থনে মিছিল করেছে।
এদিকে যশোরে বিএনপি ও অঙ্গ সংগঠনের আরও সাত কর্মীকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
॥ কাঠমিস্ত্রিকে মারপিট, আটক ৩ ॥
যশোরে শাহজাহান আলী (৩০) নামে এক কাঠ মিস্ত্রিকে মারপিটে জখমের অভিযোগে তিন সন্ত্রাসীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এরা হলো, শহরের বারান্দীপাড়ার আশরাফ আলীর ছেলে ইযাদ আলী (২২), বারান্দী মোল্লাপাড়ার ওসমান গণীর ছেলে ইয়াছিন আরাফাত (২০) এবং মোক্তার আলীর ছেলে জিসান হোসেন (২০)। এদের মধ্যে ইয়াদ আলী শহরের বড় বাজার মাছ পট্টির অপু হত্যা মামলার প্রধান আসামি।
॥ পুলিশ সুপারের স্ত্রী বিপ্লবী পরলোকে ॥
যশোর পুলিশ সুপারের সহধর্মিণী, পুনাক যশোরের সভানেত্রী ও এনএসআই’র অতিরিক্ত পরিচালক বিপ্লবী রাণী জোয়ারদার মারা গেছেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন তিনি। গত রোববার দিনগত রাত ১টার পর তিনি রাজধানীর একটি হাসপাতালে অবস্থায় মৃত্যুবরণ করেন। যশোরের মণিরামপুর উপজেলার মেয়ে বিপ্লবী রাণীর মৃত্যুতে সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার সকালে ঢাকেশ্বরী মন্দিরে এবং সাড়ে ৯টায় সেগুনবাগিচায় জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান কার্যালয়ে তার মরদেহে শ্রদ্ধা জানানো হয়। পরে সোমবার রাতে নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার বিলহাগনি গ্রামে তার শ্বশুরবাড়িতে শেষ কৃত্যর জন্য নিয়ে যাওয়া হয়।
বিপ্লবী রাণী জোয়ারদারের মৃত্যুতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা-কর্মচারী ও পরিবার-পরিজন ও যশোর জেলা পুলিশ এবং পুনাক যশোরের পক্ষথেকে গভীর শোক প্রকাশ করা হয়ে। যশোর পুলিশিং কমিউনিটি ফোরামের পক্ষ থেকে সদস্য সচিব ও আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। এছাড়া জেলা পূজা উৎযাপন পরিষদের পক্ষথেকে শোক প্রকাশ করেছে। একই সাথে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন সবাই।
॥ মাদক মামলায় ২জনের জেল ॥
যশোরে সোনা ও ফেনসিডিল চোরাচালানের পৃথক মামলায় দুই বেনাপোলের দুই চোরাকারবারীর ভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাজুল ইসলাম এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ জুয়েল অধিকারী আলাদা রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্তরা হলেন, বেনাপোলের পুটখালি গ্রামের উত্তরপাড়ার ফারুক হোসেন ও তালসারি পাটবাড়ি গ্রামের ড্রাইভার ইলিয়াস শেখ। দুই আসামির উপস্থিতিতেই সাজা প্রদান করে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
অপরদিকে, ২০১৩ সালের ৮ নভেম্বর গভীর রাতে বেনাপোলের কাগজপুকুরের হক ফিলিং স্টেশনের সামনে অভিযান চালায় র্যাব-৬ যশোরের সদস্যরা। এ সময় যাত্রী বিহীন একটি বাস থামানোর সাথে একজন জানালা দিয়ে পলিয়ে যায় এবং চালক ইলিয়াস শেখকে আটক করে র্যাব। পরে বাস তল্লাশি করে ল্যাগেজ বক্সের ভিতর থেকে ১শ’ ৭১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাবের এসআই বায়েজীদ আকন বাদী হয়ে মাদক চোরাচালান দমন আইনে আটক বাসচালকসহ দুই জনকে আসামি করে পোর্ট থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আটক ইলিয়াস শেখকে অভিযুক্ত ও অপর আসামি জাহাঙ্গীর হোসেনের অব্যহতি চেয়ে আদালতে চার্জশিট জমা দেন তদন্ত কর্মকর্তা এসআই আশরাফুল আলম। আসামি ইলিয়াস শেখের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক জুয়েল অধিকারী তাকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।