॥ আইনজীবী আয়ুব আলীর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স ॥
যশোর আইনজীবী সমিতির সদস্য আয়ুব আলীর মৃত্যুতে বুধবার জেলা ও দায়রা জজ আদালতে ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত হয়েছে। এতে সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলমের সভাপতিত্ব করেন। জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মরহুম আয়ুব আলীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১১টায় সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে আয়োজিত এ স্মরন সভায় সভাপত্বি করেন সমিতির সভাপতি মোহাম্মদ ইসহক। বক্তারা মরহুম আয়ুব আলীর রূহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদন জানিয়েছেন।
॥ অসহায় পরিবারের সংবাদ সম্মেলন ॥
যশোর অফিস যশোর শহরতলীর ঝুমঝুমপুরে এক পরিবারে পৈত্রিক ও ক্রয়কৃত জমি জবর দখলের চেষ্টা করছে প্রতিবেশিরা। দখলের বাধা দিতে গেলে খুন-জখমের ভয় দেখাছে তারা। বুধবার দুপুরে প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভুগী পরিবারে সদস্যরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বৃদ্ধ আমীর হোসেন খোন ও তার ছেলে নূর হোসেন, ফারুক হোসেন, মেয়ে ফরিদা বেগম, বিউটি বেগম প্রমুখ।
লিখিত বক্তব্য ফরিদা বেগম বলেন, আমার পিতা আমির হোসেন। আমরা চার ভাইবোন। যশোর কোতয়ালী থানার অন্তগর্ত ১৯৬ নম্বর নোয়াপাড়াা মৌজায় ও ঝুমঝুমপুর ৯১, ৯২ ও ১০৬ দাগের জমি পৈত্রিক ও ক্রয় সূত্রে ৪৯ শতক মালিক। বেশ কিছুদিন হলো এ জমি জোর করে দখল করার চেষ্টা করছেন আমার চাচাতো ভাইয়েরা। জমি জবর দখল করার জন্য নাজমুল হোসেন রাসেল, মোশারেফ খাঁ, আব্দুল কাদের মোল্যা, আব্দুল সালাম, ইকরাম হোসেনসহ তার দলবল নিয়ে জমি দখল নিতে এসে বাধার মুখে খুন জখমের হুমকি দিয়ে যচ্ছে। নাজমুল হোসেন রাসেল ও তার লোকজনের ভয়ে বর্তমানে পরিবারের লোকজন আতংকের মধ্যে জীবনযাপন করছে। এ ব্যাপারে তিনি প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন।
॥ বাম গণতান্ত্রিক জোটের সংহতি প্রকাশ ॥
পোষাক শ্রমিকদের দাবির প্রতি সংহতি প্রকাশ করে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে যশোর জেলা বাম গণতান্ত্রিক জোট বুধবার বিকালে ৪ প্রেসক্লাব যশোরের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে। মিছিল শেষে আইনজীবী মিলনায়তনের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোট যশোরের সমন্বয়ক কমরেড জিল্লুর রহমান ভিটু ।
তিনি একই সাথে বলেন, এই সরকারের পদত্যাগ ও তদরকি সরকারের দাবিকে পাশ কাটিয়ে কোন নির্বাচন হতে দেওয়া হবে না। আজ যদি তফসিল ঘোষণা করে তবে কাল থেকে বাম গণতান্ত্রিক জোটের ঘোষিত কঠোর কর্মসূচি পালন করার ভিতর দিয়ে দুঃশাসন হটাতে আপামর জনগণকে রাজপথে নামার আহ্বান জানাচ্ছি।
মিছিলের নেতৃত্ব দেন সিপিবির জেলা সভাপতি কমরেড আবুল হোসেন, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক কমরেড তসলিম উর রহমান, বাসদের জেলা সমন্বয়ক কমরেড শাহজান আলী, বাসদ মার্কসবাদীর জেলা সমন্বয়ক কমরেড হাচিনুর রহমান, বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা কমরেড নাজিমউদ্দীন, সিপিবির জেলার সাধারণ সম্পাদক কমরেড ইলাদাদ খান, সহ সাধারণ সম্পাদক কমরেড আমিনুর রহমান হিরু, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা নেতা পলাশ বিশ্বাস, বাসদ মার্কসবাদীর জেলা নেতা কমরেড দিলিপ ঘোষ, বাসদের জেলা নেতা কমরেড সামাদ প্রমুখ।
॥ বিএনপির পঞ্চম দফার অবরোধ পালিত ॥
বিএনপির ডাকে যশোরে পঞ্চম দফার প্রথম দিনের অবরোধ সর্বাত্মক ভাবে পালিত হয়েছে। এদিন ভোর থেকে নগর বিএনপির শহরের জেল রোডে মিছিল করে। যশোর-খুলনা মহাসড়কে সদর উপজেলা ও নরেন্দ্রপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল যৌথ মিছিল করে। যশোর-নড়াইল সড়কে বিএনপি, যুবদল, ছাত্রদল যৌথ মিছিল করে। এদিকে যশোর-মনিরামপুর সড়কে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল মিছিল করে। একই সড়কের মনিরামপুর অংশে উপজেলা ও মনিরামপুর কলেজ ছাত্রদল মিছিল করে।
গত মঙ্গলবার রাত ভোর ও বুধবার দিনভোর আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে ১২ জনকে আটক করে।
॥ তিন কিশোর আটক ॥
ক্ষমতার দাপট দেখিয়ে ত্রাস সৃষ্টির করার জন্য জনমনে আতঙ্ক তৈরি করে দেশি অস্ত্র কাছে রাখার অপরাধে তিন কিশোরকে তিনটি বার্মিজ চাকুসহ আটক করেছে। আটককৃতরা হলো বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার সারুলিয়া গ্রামের বর্তমানে যশোর শহরের শংকরপুরের (হারান কলোনি) দাউদ হোসেনের ছেলে জিসান ওরফে ভাগ্নে জিসান (২১) মাইকপট্টি অন্টার বাড়ির ভাড়াটিয়া রাজু আহম্মেদ ওরফে মোহম্মদ আলীর ছেলে আরাফাত আহমেদ (২০) ও পুলেরহাট মন্ডলগাঁতি গ্রামের জহুর আলীর ছেলে রায়হান হোসেন (২০)। এঘটনায় কোতয়ালি থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। কোতয়ালি থানার এস আই হেলাল উজ্জামান মামলা করেন। মামলায় ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা ২/৩ জনকে আসামি করা হয়।
॥ ইয়াবাসহ গ্রেফতার ॥
শহরতলী পালবাড়ী ভাস্কর্যের মোড়স্থ পরিবহন কাউন্টারের সামনে থেকে ১শ’ পিস ইয়াবাসহ নয়ন গাজীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত মঙ্গলবার দিনগত রাত ৮টায় তাকে গ্রেফতার করে। সে যশোরের মণিরামপুর উপজেলার খড়িঞ্চি গ্রামে বর্তমানে যশোর শহরতলী পালবাড়ী বিহারী ক্যাম্পের মোড় ( সোনাভানের বাড়ির ভাড়াটিয়া) রাজ আলী গাজী ওরফে রাজু গাজীর ছেলে। এ ঘটনায় কোতয়ালি থানায় মাদক আইনে মামলা হয়েছে।