॥ মণিরামপুরের ছালিমা আক্তারকে কেউ মারপিট করেনি ॥
যশোরের মণিরামপুরের দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছালিমা আক্তারকে কেউ মারপিট করেনি। সেদিন কোন শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা শিক্ষক ছালিমা আক্তারকে মারপিট করতে দেখেনি। ওয়ার্ড যুবলীগের সভাপতি মিজানুর রহমানকে রাজনৈতিক ভাবে হেয় করতে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ ও মামলা দিয়ে হয়রানি করছে। সোমবার প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি করেছেন মিজানুর রহমানের স্ত্রী রহিমা খাতুন। এসময় উপস্থিত ছিলেন তার শিশু পুত্র রাকিব হোসেন, জিএম টিপু সুলতান, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
লিখিত বক্তব্যে রহিমা খাতুন বলেন, তার ছেলে রাকিব হোসেন দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীতে পড়ে। গত ২২ আগস্ট রাকিব বিদ্যালয়ে যেয়ে শিক্ষকদের ব্যবহৃত বেসিং ব্যবহার করে। এসময় শিক্ষক ছালিমা আক্তার দেখে রাকিবের সাথে খারাপ ব্যবহার করেন এবং ডাস্টার দিয়ে তার মাথায় কয়েটি আঘাত করেন। তিনি আরও বলেন, আমার স্বামীর বাড়ির লোকজন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আমার শ্বশুর মণিরামপুর পৌর আওয়ামী লীগের সভাপতি। ভাসুর ও স্বামী স্থানীয় যুবলীগের সভাপতি। সামান্য ঘটনাকে সাংবাদিকদের মাধ্যমে রং-চং লাগিয়ে সংবদ প্রকাশ করে রাজনৈকি ভাবে হেয় করছে একটি কুচক্রী মহল। এরই ধারাবাহিকতায় মিজানুর রহমানের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। ঘটনার শুষ্ঠু তদন্তের মাধ্যমে নিরঅপরাধ মিজানুর রহমানের মুক্তির দাবি জানিয়েছেন তিনি।
॥ ভূমিদস্যুর বিরুদ্ধে মানববন্ধন ॥
ভূমিদস্যুদের হাত থেকে বাঁচতে সড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাসিন্দারা। সোমবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া মিস্ত্রিপাড়ার হিন্দু সম্প্রদায়ের শতাধিক নারী-পুরুষ। মানববন্ধনে ভুক্তভোগীরা জানান, আরবপুর ইউনিয়নের বড় ভেকুটিয়া গ্রামের আলোচিত ভূমিদস্যুত আবদার হোসেন জোর পূর্বক তাদের বসতভিটা দখল করতে উঠেপড়ে লেগেছেন। ভুয়া দলিল ও সন্ত্রাসীমূলক কর্মকান্ড করে মিস্ত্রীপাড়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের প্রায় অর্ধ শতাধিক বাসিন্দাদের বসতভিটা থেকে উচ্ছেদ করার চেষ্টা করছেন তিনি। আবদার হোসেনের ভূমিদস্যুতায় আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম ও ইউপি সদস্য আজানকে ব্যবহার করছেন বলেও অভিযোগ করেছে ভুক্তভোগী বাসিন্দারা। ভুক্তভোগী বাসিন্দারা আরও বলেন, মামলাবাজ ও ভূমিদস্যু আব্দার হোসেন তিনি হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষ ও বাচ্চাসহ ২১ জনের নামে ২২ লক্ষ টাকার চাঁদাবাজির মিথ্যা মামলা দিয়েছেন।
॥ কেশবপুরে পেঁপে চুরি করতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু ॥
যশোরের কেশবপুরে পেঁপে ‘চুরি’ করতে গিয়ে গাছ থেকে পড়ে আব্দুল জলিল (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত রোববার রাতে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের বেলকাটি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত আব্দুল জলিল উপজেলার সাগদত্তকাটি গ্রামের মৃত কানাই মোল্ল্যার ছেলে। তিনি বেলকাটি আশ্রয়ণ প্রকল্পে বসবাস করতেন। স্থানীয়রা জানান, আব্দুল জলিল রোববার রাতে বেলকাটি গ্রামের তবিবুর রহমানের খেতে পেঁপে চুরি করতে যান। গাছে উঠে পেঁপে পাড়ার সময় তিনি পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। সকালে জমির মালিক তবিবুর রহমানের স্ত্রী ওই খেতে মরিচ তুলতে গিয়ে মরদেহ দেখতে পেয়ে চিৎকার দেন। এ সময় স্থানীয়রা এসে পুলিশকে খবর দেন। পাঁজিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রফিকুল ইসলাম বুলু বলেন, আব্দুল জলিল এক গাছ থেকে পেঁপে চুরি করে অন্য গাছে উঠে। পেঁপে পাড়ার সময় পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। তাঁর মরদেহের পাশে একটি টর্চ লাইট, ১০ থেকে ১২ কেজি পেঁপে ভর্তি একটি বস্তা ও কয়েকটি পেঁপে পড়ে থাকতে দেখা যায়। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে আব্দুল জলিলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
॥ যশোরে নিহত শ্রমিক নেতার পরিবারকে অনুদান ॥
বাংলাদেশ অনলাইন রেন্ট এ কার গ্রুপের পক্ষে থেকে মরহুম শ্রমিক নেতা পিকুলের পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে যশোরের বাবলাতলায় অনুষ্ঠিত এক আলোচনা সভা অনুষ্ঠানে কল্যাণ ফান্ড ও অনলাইন রেন্ট এ কার গ্রুপের পক্ষ থেকে এ নগদ ১ লক্ষ টাকা প্রদান করা হয়। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অনলাইন রেন্ট এ কার গ্রুপের কুষ্টিয়ার সাধারন সম্পাদক আব্দুল ছালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর জাহিদ আহমেদ মিলন। বিশেষ অতিথি ছিলেন ট্রাফিক পুলিশের টিআই মাহফুজুর রহমান, রেন্টএ কার গ্রুপের কার্যকারী সভাপতি হেলাল উদ্দিন, মজিবর রহমান, মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
॥ জেইউজে’র কর্মসূচি ॥
আগামী ৩০ আগস্ট বৃহস্পতিবার রানার সম্পাদক আর এম সাইফুল আলম মুকুলের ২৫তম মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক ইউনিয়ন যশোর কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে ওইদিন কালোব্যাজ ধারণ, সকাল ১০টায় শহীদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও বেলা ১১টায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল। সোমবার সংগঠনের কার্যনির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় একই দিন বেলা ১২টায় প্রেসক্লাবের সামনে গত রোববার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পেশাগত দায়িত্বপালনকালে সাংবাদিক লাঞ্ছনার সাথে জড়িত হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন অর রশিদের অপসারণ দাবিতে সাংবাদিক ইউনিয়ন যশোরের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি গ্রহণ করা হয়। সমগ্র কর্মসূচি বাস্তবায়নে সাংবাদিক ইউনিয়ন যশোরের সকল সদস্যসহ যশোরের সকল সাংবাদিকদের সকাল সাড়ে ৯টার মধ্যে প্রেসক্লাব যশোরে উপস্থিত হওয়ার জন্য সংগঠনের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ অনুরোধ জানিয়েছেন।
॥ শার্শায় গৃহবধূ রেশমা হত্যার ঘাতক আটক ॥
যশোর বেনাপোলে গৃহবধূ রেশমা হত্যাকাণ্ডের ঘটনায় স্বামী আব্দুল সালাম মোড়লকে যশোর পিবিআই সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর গ্রাম থেকে আটক করেছে। সে যশোর জেলার শার্শার পাঁচভূলট গ্রামের বর্তমানে ছোট আচড়ার জয়নাল আবেদীনের ছেলে। গতকাল সোমবার তাকে আদালতে সোপর্দ করলে সে স্ত্রীকে হত্যার কথা আদালতে স্বীকার করে।,গত রোববার ২৭ ৮ আগস্ট সকাল সাড়ে ৭ টায় হত্যাকারী আব্দুস সালামের বর্তমান ভাড়াটিয়া বাসা মামলার বাদি রেশমা খাতুনের বোন রক্তাক্ত মৃতদেহ দেখতে পান। এরপর বেনাপোল পোর্ট থানা পুলিশকে অবহিত করেন। এর পর রেশশা খাতুনের মৃত দেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেন। এদিকে পিবিআই যশোর ইউনিট ঘটনা সম্পর্কে রোববার ২৭ আগস্ট রাত সাড়ে ১০টায় সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার নূরনগর গ্রামের সিরাজুল ইসলামের বসত বাড়িতে অভিযান চালিয়ে আব্দুস সালামকে আটক করে। আটকের পর আব্দুস সালাম মোড়ল প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিবিআই কর্মকর্তাকে জানান, ভিকটিম রেশমা খাতুন তার দ্বিতীয় স্ত্রী। অনুমান ১২ বছর পূর্বে ভিকটিম এর সাথে তার বিবাহ হয়। ভিকটিম রেশমা খাতুনকে বিয়ের সময় ভিকটিম এর পূর্বের স্বামীর ঔরষের একটি পুত্র সন্তান ছিল। তার নাম তামিম। বাদীর ঔরষে ভিকটিম এর গর্ভে একটি কন্যা সন্তানের জন্ম হয়। তার নাম তামান্না খাতুন (৫)। অনুমান ৩/৪ বছর পূর্ব থেকে ভিকটিম এর সাথে আসামি আব্দুস সালাম এর পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহ বিবাদ চলে আসছিল। এমতাবস্থায় গত ২৭ আগস্ট গভীর রাতে ভিকটিম রেশমা খাতুনের সাথে আব্দুস সালাম এর পারিবারিক বিষয়াদি নিয়ে ঝগড়ার সৃষ্টি হয়। ঝগড়ার একপর্যায়ে আব্দুস সালাম নিজ ঘরে থাকা কুড়াল দিয়ে ভিকটিমের মাথায় স্বজোরে আঘাত করে হত্যা করে বলে স্বীকার করে। উক্ত ঘটনায় রেশমা খাতুনের ভাই বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।
॥ আধা কেজি গাঁজাসহ দু’বিক্রেতা গ্রেফতার ॥
গাঁজা বিক্রির অভিযোগে দু’জনকে আধা কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার দুপুরে যশোর সদর উপজেলার ইছালীর জগমোহনপুর গ্রাম থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে ওই গ্রামের আব্দুর মান্নানের ছেলে সাজেদুর রহমান ও হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার মানিক ভান্ডার পশ্চিমপাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে ওয়াহিদ মিয়া। কোতয়ালি থানার পুলিশ জানিয়েছে, গত রোববার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে সদর উপজেলার ইছালীর ওহাব আলীর বাড়ির পাশ থেকে সাজেদুর রহমানকে ৩শ’ গ্রাম ও ওয়াহিদ মিয়াকে ২শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।