জন্মভূমি ডেস্ক : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক সোমবার তার স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারম্যানকে বরখাস্ত করেছেন। তার স্থলাভিষিক্ত করা হয়েছে জেমন ক্লিভারলিকে।
সুয়েলা ব্রাভারম্যানকে বরখাস্তের কারণ এখনো জানা যায়নি। খবর দ্য সান ও গার্ডিয়ানের
তবে গত সপ্তাহে লন্ডনে ফিলিস্তিনপন্থিদের বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে পুলিশের কর্মকাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য করেন সুয়েলা ব্র্যাভারম্যান। এর মধ্য দিয়ে ঋষি সুনাকের ‘কর্তৃত্বকে অস্বীকার’ করেন তিনি।
সমালোচকরা বলেছেন, ফিলিস্তিনপন্থিদের বিক্ষোভ নিয়ে ব্র্যাভারম্যানের অবস্থান চলমান উত্তেজনা আরও বাড়িয়েছে এবং ডানপন্থি বিক্ষোভকারীদের লন্ডনের রাস্তায় নামতে উৎসাহিত করেছে। মূলত এরপরই স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য চাপে পড়েন সুনাক।
উল্লেখ্য, ইসরাইল–হামাস সংঘাত নিয়ে শনিবার (১১ নভ্ম্বের) লন্ডনের রাস্তায় ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করেন তিন লাখেরও বেশি মানুষ। কিন্তু সেখানে ডানপন্থি বিক্ষোভকারীরা অতর্কিত হামলা চালানোয়, শতাধিক বিক্ষোভকারীকে (ডানপন্থি) গ্রেফতার করে লন্ডন পুলিশ।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের থামাতে অপর একদল বিক্ষোভকারী মিছিলে অতর্কিত হামলা চালানোয় তাদের গ্রেফতার করা হয়েছে।
পরে এ হামলার নিন্দা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যান ফিলিস্তিনিদের পক্ষে লাখো জনতার এ বিক্ষোভ সমাবেশকে আখ্যায়িত করেন ‘ঘৃণা সমাবেশ’ হিসেবে। এমনকি ফিলিস্তিনপন্থিদের বিক্ষোভ বন্ধ করে দিতে লন্ডন পুলিশকে অনুরোধও জানিয়েছিলেন তিনি।
বরখাস্ত হওয়ার পর সুয়েলা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় যা যথাসময়ে আমার আরও কিছু বলার থাকবে।
২০২২ সালের ৬ সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের ১৩ নভেম্বর পর্যন্ত দুই প্রধানমন্ত্রীর অধীনে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন সুয়েলা। এর আগে বরিস জনসনের সময়ে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন তিনি।