জন্মভূমি রিপোর্ট নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশের সহযোগিতায় হারিয়ে যাওয়া সাত বছরের মাদ্রাসা ছাত্র মাহফুজ খুঁজে পেল তার পরিবার। মাহফুজ নগরীর খুলনার মওলাবাড়ির মোড়ে অবস্থিত একটি মাদ্রাসায় থেকে পড়াশুনা করেন। তার গ্রামের বাড়ি তেরখাদা। পরিবারের বাবা মারা গেছেন, মা বিয়ে করেছেন অন্যকে, ও থাকে নানার সাথে। মাহফুজের নানা মোঃ সেলিম পেশান একজন মুরগী ব্যবসায়ী। তিনি জানান, বৃহষ্পতিবার দুপুরে একজন সহপাঠীর সাথে মাহফুজ বাইরে বের হয়। তারপর পথ হারিয়ে রূপসার লবনচরা এলাকায় চলে যায়। ও শুধু ওর নাম এবং আজগরার নাম বলতে পারে। ওর কথা শুনে স্থানীয়রা যুবলীগ নেতা সফিকুর রহমান পলাশকে জানালে। তিনি মোঃ সেলিমকে খুঁজে বের করে তার কাছে মাহফুজকে তুলে দেন। এ সময় আবেগ আপ্লুত হয়ে তিনি কেঁদে ফেলেন আর বলেন, মাহফুজ এতিম স্যার। আমি সামান্য মুরগী বেঁচে খায়। ওর বাবা মারা যাওয়ার পর মা অন্যস্থানে বিয়ে করেছে। পলাশ ভাইএর কারনে আমি আমার নাতিটারে খুইজে পাইছি। আল্লাহ তার মঙ্গল করুক। এ বিষয়ে যুবলীগ নেতা সফিকুর রহমান পলাশ বলেন, রাজনীতি করার কারনে স্থানীয়রা এ ধরনের সমস্যায় আমাদের কাছে আসেন। ঠিক তেমনই লবনচরা থেকে কিছু সাধারণ মানুষ ছেলেটিকে আমার কাছে নিয়ে আসে। আমি আমাদের সংগঠনের স্থানীয়দের সাথে কথা বলে ও তাদের সহযোগিতায় ছেলেটির নানা মোঃ সেলিমকে খুঁজে বের করি।