জন্মভূমি রিপোর্ট : মাহে রমজানের প্রথম জুমার নামাজে ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ব্যাপক ভিড় দেখা গেছে। রমজানের প্রথম জুমায় অংশ নিতে দূরদূরান্ত থেকে অনেকেই আসেন। বছরের সব সময় এ মসজিদে পর্যটকদের আনাগোনা থাকলেও রমজানে তা আরও বেড়ে যায়।
শুক্রবার (১৫ মার্চ) রমজানের প্রথম জুমায় মসজিদে সাধারণ জুমার থেকে অনেক বেশি মুসল্লির উপস্থিতি ছিল। আর এ জুমার নামাজে ইমামতি করেন ষাটগম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম মাওলানা মো. নাসির উদ্দিন ।
রামপাল থেকে জুমার নামাজ আদায় করতে আসা শেখ হাসিব বলেন, আগেই নিয়ত করেছিলাম, প্রথম জুমার নামাজ এই মসজিদে পড়ব। তাই একটু আগেভাগেই রওনা দেই। এ মসজিদে নামাজ পড়তে পারলে ভালোলাগা কাজ করে।
ইমরান হোসেন নামে অন্য একজন মুসল্লি বলেন, ষাটগম্বুজ মসজিদ মুসলিমদের অতীত ঐতিহ্যের অন্যতম একটি নিদর্শন। রমজানের প্রথম জুমা এখানে পড়াতে ভালো লাগছে।
ষাটগম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম মাওলানা মো. নাসির উদ্দিন, রমজানের সব প্রস্তুতি রয়েছে আমাদের। দু’জন স্বনামধন্য হাফেজ দিয়ে খতম তারাবি পড়ানো হয়। প্রতিদিন দেড় থেকে দুই শ মানুষ এখানে ইফতারি করে। অনেক সময় বেশিও হয়। রমজান মাসে অনেক দূরদূরান্ত থেকে মানুষ এখানে নামাজ আদায় করতে আসেন।