শেখ মোহাম্মদ আলী, শরণখোলা : পর্যটক শূন্য সুন্দরবন। রমজান মাসে সুন্দরবনে যায়নি দেশীয় কোন পর্যটক। হাতে গোনা কয়েকজন বিদেশি পর্যটক এ সময় সুন্দরবন ঘুরে গেছেন বলে বন বিভাগ সূত্রে জানা গেছে।
বনবিভাগ সূত্রে জানা যায়, বর্তমানে সুন্দরবনে পর্যটন মৌসুম চলছে। প্রতি মাসে গড়ে দশ বারো হাজার পর্যটক সুন্দরবন ঘুরতে আসেন। সেখানে রমজান মাসে সুন্দরবনে দেশীয় কোন পর্যটক আসেনি। কয়েকজন বিদেশি পর্যটক সুন্দরবন ঘুরে গেছেন।
পূর্ব সুন্দরবন বিভাগের করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার আজাদ কবীর বলেন, রমজান মাসে সুন্দরবনে পর্যটকের খরা চলছে। কোন পর্যটক সুন্দরবনে যাচ্ছেন না।
শরণখোলার পর্যটন ব্যবসায়ী রাসেল আহমেদ বয়াতি বলেন, রমজান মাসে কোন পর্যটকের দেখা মিলছে না। ফলে তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন ।
পূর্ব সুন্দরবন বিভাগের প্রধান পর্যটন স্পট কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার সুরজিৎ চৌধুরী বলেন, কটকায় প্রতি মাসে ১০ সহস্রাধিক পর্যটক বেড়াতে আসেন। সেখানে রমজান মাসে কোন দেশীয় পর্যটক আসেনি। রমজানের কারণে হয়তো তারা আসেনি। এ সময় হাতেগোনা কয়েকজন বিদেশি পর্যটক কটকা অভয়ারণ্য কেন্দ্র ঘুরে গেছেন। ঈদের পরে দেশীয় পর্যটকরা সুন্দরবনে আসবেন বলে ওই ভারপ্রাপ্ত কর্মকর্তা মনে করেন।
রমজানে পর্যটক শূন্য সুন্দরবন

Leave a comment