কপিলমুনি প্রতিনিধি : বাংলাদেশ উদযাপন পরিষদ জেলা শাখার সহ-সভাপতি বাবু চম্পক কুমার পালের স্ত্রী শ্রীমতি রমা রাণী পাল গুরুতর অসুস্থ হয়ে ঢাকা ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার আরোগ্য কামনা করে বিবৃতি দিয়েছেন জেলা পূজা পরিষদের সভাপতি কৃষ্ণ পদ দাস, সাধারণ সম্পাদক বিমান সাহা, রবীন্দ্রনাথ দত্ত, সাধন কুমার ভদ্র, সমিরন সাধু, আনন্দ মোহন বিশ্বাস, রবীন্দ্রনাথ সরকার, এডঃ চিত্তরঞ্জন সরকার, এডঃ অজিত মন্ডল, হরে কৃষ্ণ দাশ, অলোক মজুমদার, দীপক মন্ডল, রবীন্দ্রনাথ রায়, প্রাণ কৃষ্ণ দাশ, হেমেশ চন্দ্র মন্ডল, কাজল কান্তি বিশ্বাস, উত্তম দাস, সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, বাবুরাম মন্ডল, রিপন মন্ডল, জগদীশ রায়, সুনীল মণ্ডল, মুরারী মোহন সরকার, কৃষ্ণপদ মন্ডল, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, বিভাসিন্ধু সরকার, গৌরাঙ্গ মন্ডল, কালিপদ বিশ্বাস, তাপস বসু, প্রানকৃষ্ণ মন্ডল, স্বপন সাহা, রামপ্রসাদ পাল, মৃত্যুঞ্জয় সরদার, বিপুল রায়, দেবু মন্ডল, অখিল মন্ডল, পবিত্র সাধু, কার্তিক সাধু, পলাশ বিশ্বাস, সুকৃতি মোহন সরকার, অপূর্ব রায়, শংকর দেবনাথ, গৌতম মন্ডল, দ্বিজেন মন্ডল ও সকল ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি সম্পাদকসহ নেতৃবৃন্দ।