ক্রীড়া প্রতিবেদক : ভারতের মাটিতে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হচ্ছে আজ। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে নেমেছে ভারত। গুরুত্বপূর্ণ এ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এরপর ব্যাট হাতে স্বাগতিকদের শুরুটাও হয়েছে দুর্দান্ত। ইনিংসের ষষ্ঠ ওভারেই দলীয় অর্ধশতক পূরণ হয়। মারকুটে ব্যাটিংয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ছয়ের রেকর্ডের মালিকও বনে গেছেন রোহিত শর্মা। তবে ইনিংসের নবম ওভারে দলীয় ৭১ রানে সাজঘরে ফিরেন ভারতীয় অধিনায়ক। এরপর দলের হাল ধরেন গুভমান গিল ও বিরাট কোহলি।
দ্বিতীয় উইকেট জুটিতে কিউই বোলারদের উপর চড়াও হয়েছেন দুই টপ অর্ডার ব্যাটার। ব্যক্তিগত ৭৯ রান করে চোটের কারণে রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফিরে যান গিল। তবে এই ওপেনার ক্রিজ ছাড়লেও শ্রেয়াস আইয়ার ও বিরাট কোহলি রানের চাকা সচল রেখে যাচ্ছেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩১ ওভারে ১ উইকেট হারিয়ে ২২১ রান স্কোরবোর্ডে যোগ করেছে ভারত।
টসে জিতে ব্যাট করতে নেমে ম্যাচের শুরু থেকেই ঝড়ো গতিতে রান তুলতে থাকেন দুই ওপেনার। এ জুটির ব্যাট থেকে আসে ৭১ রান। তবে ম্যাচের নবম ওভারে এ জুটিতে আঘাত হানেন টিম সাউদি। তার স্লোয়ারে মিড অফে খেলতে গিয়ে কেন উইলিয়ামসনের তালুবন্দী হন রোহিত।
আউট হওয়ার আগে ৪৭ করেন তিনি। এরপর উইকেটে ব্যাট হাতে আসেন বিরাট কোহলি। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিতে থাকেন শুভমান গিল। সেই সঙ্গে ওয়ানডে ক্যারিয়ারের ১৩তম অর্ধ শতক তুলে নেন এই ডানহাতি ব্যাটার।
তবে ভারতীয় শিবিরে বিপত্তি ঘটে ইনিংসের ২২.৪তম ওভারে। সিঙ্গেল নিতে গিয়ে অস্বস্তিতে পড়তে দেখা যায় গিলকে। এরপরই মাঠ ছেড়ে উঠে যান এই তারকা। তার চোট ক্র্যাম্প নাকি হ্যামস্ট্রিংয়ের চোট জাতীয় কিছু, সেটি বোঝা যায়নি। ৬৫ বলে ৭৯ রান করে থেমেছেন গিল। এরপর আইয়ারকে নিয়ে অ্যাটাকিং ক্রিকেট খেলে যাচ্ছেন কোহলি। সেই সঙ্গে তুলে নিয়েছেন নিজের ওয়ানডে ক্যারিয়ারের ৭২তম অর্ধশতক।