রামপাল প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুকান্ত কুমার পাল, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, পিআইও মতিউর রহমান, ওয়ার্ল্ড ভিশন রামপালের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার, সাংবাদিক সবুর রানা , সুজন মজুমদার, রবিউল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা পুষ্টি বিষয়ক আলোচনায় বলেন, গর্ভবতী মায়েদের স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন পরামর্শ ও কিশোর কিশোরীদের বাল্যবিবাহ রোধে করণীয় সহ জীবন মান উন্নয়নে পুষ্টির প্রয়োজনীয়তা বিষয়ে অবহিত করা হয়।এই প্রোগ্রামটিতে সহযোগিতা করেন ওয়ার্ল্ড ভিশন রামপাল।