জন্মভূমি রিপোর্ট
রূপসা উপেজেলার বিভিন্ন স্থান হতে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১৪ জন আসামি গ্রেফতার হয়েছে। তারা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের, বিশেষ ক্ষমতা আইনের, মারামারি ও চুরিসহ কয়েকটি অভিযোগে দায়ের হওয়া মামলার গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। সোমবার রাত ও মঙ্গলবার ভোর রাতে থানা-পুলিশ অভিযান চালিয়ে তাদের পাকড়াও করে।
আসামিরা হচ্ছে, মোঃ আজগর মোল্লা (৩৬), পরিমল দাস (৩১), মইনুল ইসলাম রাফি (১৮), রঞ্জন কুÐু (৩৩), মোঃ আরিফ শেখ (২৫), মোঃ তারিকুল ইসলাম (৩২), বাবুল শেখ ওরফে বাউল (৩৩), পান্নী হাওলাদার (২৮), সেলিম শেখ (২৪), হাসিনা বেগম, মোঃ আঃ অহেদ, ইনজামুল শিকদার, মিরাজ শিকদার এবং মোসাঃ ইয়াসমিন। গোপন সংবাদের ভিত্তিতে দেয়াড়া, পিঠাভোগ, ভবানিপুর, নেহালপুর, রহিমনগর ও আলাইপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) সরদার মোশারফ হোসেন দৈনিক জন্মভূমিকে এ তথ্য জানান। আদালতের এক কর্মকর্তা বলেন, মঙ্গলবার দুপুরে আসামিদের আদালতে সোপর্দ করা হয়। এরপর সংশ্লিষ্ট আদালতের ম্যজিস্ট্রেটগণ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।