জন্মভূমি রিপোর্ট
রূপসা উপজেলার ঘাটভোগ এলাকার একটি মাছের ঘেরের পাড় থেকে ২শ’৫০ গ্রাম গাঁজাসহ সাধন ঘরামী (৪০) নামে একজন গ্রেফতার হয়েছে। জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি টিম বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে পাকড়াও করে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
আসামি সাধন উপজেলার সিন্ধুরডাঙ্গা গ্রামের জনৈক রমেশ ঘরামীর ছেলে। গতকাল শুক্রবার দুপুরে থানা-পুলিশ তাকে আদালতে সোপর্দ করে। এরপর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান অভিযুক্তকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের এক কর্মকর্তা এ তথ্য জানান।
জেলা পুলিশের এক ই মেইল বার্তা থেকে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র অফিসার ইনচার্জ মোঃ মহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘাটভোগ নারকেলি চাঁদপুর ও সিন্ধুরডাঙ্গা বিলের মাঝে একটি ঘেরের পাড়ে অভিযান চালান। তখন একটি সিমেন্টের বস্তার তৈরি বাজার করা ব্যাগে রক্ষিত গাঁজাসহ আসামি গ্রেফতার হয়।