রূপসা প্রতিনিধি : জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী বলেছেন দেশের প্রতিটি সেক্টরে এবং অর্থনীতির প্রতিটি মানদণ্ডে আজ বাংলাদেশের যে অগ্রগতি তা শেখ হাসিনার উন্নয়নের সুনির্দিষ্ট নকশা অনুসরণ করার ফলে সম্ভব হয়েছে। ১৯৮১ সালের ১৭ মে যদি প্রধানমন্ত্রী দেশে না ফিরতেন, তাহলে বাংলার দুঃখি মানুষের ভাগ্যের উন্নয়নের চাকা স্থবির হয়ে পড়ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জনগণের জন্য উন্নয়ন করার সংকল্প নিয়েই দেশে ফিরেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই দেশের প্রতিটি প্রান্তে ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছে গেছে, মানুষ এখন আর ব্যাংকিং সেবায় ভোগান্তিতে পড়ে না। এছাড়া মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এখন গ্রামসহ প্রান্তিক অঞ্চলের মানুষ ব্যাংকিং সেবা নিতে পারছে। গ্রাম শহর পাড়া মহল্লায় গড়ে উঠেছে বিভিন্ন ব্যাংকের এজেন্ট শাখা যেটার মাধ্যমে মানুষ ২৪ ঘন্টা সেবা পাচ্ছে। মানুষ এখন দেশে শান্তিতে বসবাস করছে। দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল করা হয়েছে। সেখানে যুব সমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। বিনা জামানতে যুব সমাজকে ঋণ দেওয়া হচ্ছে। যাতে করে তারা অন্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে এবং নিজেরা উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে। তিনি বুধবার বিকালে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর বাজারে ব্রাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যাপক আল মামুন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোজাফফর মোল্যা, ব্রাক ব্যাংক খুলনার ব্রাঞ্চ এন্ড ক্লাস্টার ম্যানেজার আল আমীন শেখ, জেলা আওয়ামী লীগ সদস্য অমিয় অধিকারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু। স্বাগত বক্তৃতা করেন খুলনা এজেন্ট রিলেশনশিপ ম্যানেজার শফিকুল ইসলাম।
নারকেলী চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল দাসের পরিচালনায় বক্তৃতা করেন মোঃ সাইফুল ইসলাম, আকতার ফারুক, সোহেল জুনায়েদ, রবিউল ইসলাম ফকির, এবিএম কামরুজ্জামান, গোলাম রসুল, প্রভাষক উত্তম বিশ্বাস, প্রধান শিক্ষক কৃষ্ণ পদ রায়, মাধূরী সরকার, মুনীর হোসেন মোল্যা, গোপাল চন্দ্র কুশারী, অশোক কর্মকার, ব্রজেন দাস, আবু আহাদ হাফিজ বাবু, আবুল কালাম আজাদ, রতন মন্ডল, শাহনেওয়াজ কবীর টিংকু, মুসা লস্কর, মোস্তাফিজুর রহমান হেলাল, মুসা মোল্যা সবুজ, রউফ শিকদার, আজিজুল মোল্যা, জয়দেব সরকার, তাপস বিশ্বাস, নীলমনি বিশ্বাস, অনাদী রায়, পারভেজ মোল্যা, রনজিত হালদার, জেসমিন আক্তার, মোল্লা নাজির হোসেন, বেলাল হোসেন প্রমুখ।